নিজস্ব প্রতিনিধি>>>
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৫বছর বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবান জেলা সদরে হিলভিউ হোটেল কনফারেন্স রুমে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) বান্দরবান জেলা শাখা উদ্যোগে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২ ডিসেম্বর শুক্রবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) জেলা সভাপতি মংপু মারমা সভাপতিত্বে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমর চামকা, বাংলাদেশ প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র সনাতন, মানবাধিকার কর্মী এ্যাডভোকেট রাজীব দাস, বীর মুক্তিযোদ্ধা কমান্ড, সমাজ তান্ত্রিক সংগঠক জর্না ধন দে, গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সমিরন চাকমা (চামিং), গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সদস্য আপ্রুমং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রয়েল চাকমা সহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছরে পার্বত্য জনপদে সরকারের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন এবং আগামীতে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সকল অধিকার আদায়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে গনতান্ত্রিক পন্থায় সমাধানে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।