প্রতিনিধি রুমা>>>
রুমা উপজেলায় ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তির স্বাক্ষরের ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ সেনাবহিনীর রুমা জোন আয়োজনের অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন শিবলী সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আটাশ বীর রুমা জোন উদ্যোগের শান্তি চুক্তি স্বাক্ষরের ২৫ তম বর্ষপূর্তি আলোচনা সভায় করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেই বক্তব্য প্রদান করেন রুমা জোন কমান্ডার লেঃ কর্ণেল হাছান শাহারিয়ার ইকবাল পিএসসি।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকেই বক্তব্য প্রদান করেন ১৯ আনসার ব্যাটেলিয়ানের কমান্ডার আব্দুল মজিদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা,রুমা থানা ইনচার্জ মোঃ আলমগীর হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বম, ২ নং রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা,৩ নং রেমাইক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম,৪ নং গালেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো,রুমা কর্মরত সাংবাদিক সহ আরো অনেকেই প্রমুখ।
এতে বক্তারা বলেন ১৯৯৭ সালের এই দিনে সরকার ও জনসংহতি সমিতির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকারের পক্ষে তৎকালিন চিফ হুইপ আবুল হাসান আবদুল্লার সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
এসময় রুমা জোন কমান্ডার লেঃ কর্ণেল হাছান শাহারিয়ার ইকবাল পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেই রুমা সদর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনের বাংলাদেশ সেনাবাহিনীর আটাশ বীর উদ্যোগের সকাল থেকে দুপুর পর্যন্ত স্হানীয় অসহায় দরিদ্র ও হতদরিদ্র মানুষের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্পেন ঔষুধ ও শিতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।