বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫১ অপরাহ্ন
প্রধান সংবাদ :
বাঙ্গালহালিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচামাছ বিক্রি রুমায় মসজিদের মাঠ সংস্করণের নামে যুবলীগের নেতার অর্থ আত্মসাতের অভিযোগ বান্দরবানে কলা তত্ত্ব থেকে তৈরি “কলাবতী শাড়ি” দেশের সাড়া ফেলে দিয়েছে রাঙামাটিতে ৩টি উপেজলায় এক যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন সীমান্তে দুই সীমান্তরক্ষাকারী বাহিনী মাঝে পতাকা বৈঠক বান্দরবানে পাহাড়ের শুরু হয়েছে জুমের পাকাঁ ধান কাটার উৎসব বান্দরবানের বিরল রোগে ভুগছেন সাড়ে তিন মাসে শিশু বান্দরবানে বন্যা; এলজিইডি’র ক্ষয়ক্ষতি পরিমান দেড়শত কোটি টাকা থানচিতে পর্যটক ভ্রমনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ; এখনো বিছিন্ন সড়ক যোগাযোগ দীর্ঘ ২৬ বছর পর বান্দরবানের ভয়াবহ বন্যার শেষে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র

জিপিএ ৫ পেলো কৃষক পরিবারের সন্তান  চিংসানু মারমা; পড়তে চান  সাংবাদিকতা

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৫২ জন নিউজটি পড়েছেন

উচ্চপ্রু মারমা রাজস্থলী>>

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের কুকিমারা মারমা পাড়ার কৃষক আরি মারমা। অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালান। পরিবারে স্ত্রী সহ ৩ মেয়ে ও ২ ছেলের সংসার। বিশাল এই পরিবারের নিত্য দিনের ব্যয় ভার বহন করা” যেখানে নুন আনতে পান্তা ফুরাই” এর মতো অবস্থা।

সেইখানে তাঁর বড় ছেলে চিংসানু মারমা গত সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগে জিপিএ- ৫ পেয়ে সকলকে অবাক করে দিয়েছেন। যদিও সেই কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর সাক্রাছড়ি হাই স্কুলে পড়াশোনা করেছেন।

কিন্তু স্কুলটির বোর্ড হতে এসএসসি পরীক্ষার অনুমতি না থাকায় একই ইউনিয়নের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হতে রেজিষ্ট্রেশন করেন। তার পাশাপাশি আরো অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানান সাক্রাছড়ি স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্য।

মঙ্গলবার( ২৯ নভেম্বর) বেলা ১১ টায় সাফছড়ি ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে কথা হয় জিপিএ ঃ ৫ অর্জনকারী চিংসানু মারমার সাথে।

তিনি জানান, আমার বাবা একজন কৃষক। নিজেদের কোন কৃষি জমি নাই, অন্যের জমিতে কৃষি কাজ করে কোন রকমে সংসার চালাতেন। ঘরে সবসময় অভাব অনটন লেগে থাকতো। টাকার অভাবে গাইড বই কিনতে পারিনি কখনো, অন্যের বই ধার করে পড়তাম। প্রাইভেট পড়ার সামর্থ্য আমার পরিবারের ছিলনা। ভালো ফলাফল এর জন্য রাতদিন পড়াশোনা করতাম। মনোবল ছিল ভালো ফলাফল করবো। আমার আশা পূরণ হয়েছে। আমার এই ফলাফলে সাক্রাছড়ি হাই স্কুল এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও আমাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ভবিষ্যতে আমি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ বা আইন বিভাগে পড়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চাই।

তাঁর বাবা কৃষক আরি মারমা জানান, আমার ছেলেকে কখনো ভালো পোশাক কিনে দিতে পারিনি, টাকার অভাবে প্রাইভেট পড়াতে দিতে পারিনি, সবসময় অভাব লেগে থাকতো সংসারে। এরপরেও তাঁর এই ফলাফলে আমরা খুশি।

সাক্রাছড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা জানান, আমাদের স্কুল হতে পাঠদানের অনুমতি না থাকায় সেই সহ অনেকে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হতে রেজিষ্ট্রেশন করে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সেই খুব মেধাবী, বিনয়ী ও ভদ্র ছেলে। আজকে আমরা খুবই আনন্দিত।

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান, যদিও সেই সাক্রাছড়ি হাই স্কুলের ছাত্র। কিন্ত আমাদের বিদ্যালয় হতে রেজিষ্ট্রেশন করে সেই সহ অনেকে এই বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষার আগে তাঁরা আমাদের স্কুলে ক্লাস করেছেন। তাঁর ফলাফলে আমরা খুশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!