বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

আবাদ যোগ্য জমি এক ইঞ্চিও খালি রাখা যাবে না- ইয়াছমিন পারভীন তিবরীজি

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৯১ জন নিউজটি পড়েছেন

আকাশ মারমা মংসিং>>

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন, , আবাদ যোগ্য জমি এক ইঞ্চিও খালি রাখা যাবেনা। অনাবাদি জমি আবাদ করতে হবে। সারাবছর খাদ্য উৎপাদনের ব্যবস্থা করতে হবে।

রবিবার (২৭ নভেম্বর) বিকালে বান্দরবান সদর ইউনিয়নের ডুংকি পাড়ায় কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি থেকে তিনি এই কথা বলেন।

এর আগে চাষি মহাইনু মারমা ৮০ শতক ধানের জমিতে আধুনিক কৃষি যন্ত্র দিয়ে ধান কাটা উদ্বোধনসহ স্থানীয়দের মাঝে বীজ ও কম্বল বিতরণ করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ- পরিচালক মো. রফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

তিনি বলেন, চিম্বুক পাহাড়ের তোয়ো ম্রো এবছর বঙ্গবন্ধু’র কৃষি পদক পেয়েছেন। এলাকার কৃষকেরা খাদ্য উৎপাদনে উৎসাহ পেয়েছেন। তোয়ো ম্রোর মতো অন্যান্য কৃষকদেরও ফসল-খাদ্য উৎপাদনে অগ্রণীভুমিকা রাখার আহবান জানান । এছাড়াও কৃষক খাদ্য উৎপাদনে কৃষিবিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে যত অবস্থান করবেন ততই কৃষক খাদ্য উৎপাদনে সফল হবেন বলে উল্লেখ করেন তিনি।

এসময় বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান অংচাহ্লা মারমা, সিমিট বাংলাদেশের ম্যানেজার হিরা লাল নাথ, জেলা পরিষদ সদস্য ক্যসা প্রু, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও এলাকার কৃষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দুটি গ্রামে দুঃস্থ পরিবারদের মাঝে ৬৫ টি কম্বল বিতরণ করেন প্রধান অতিথি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!