নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা>>
নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সহ মোঃ ছলিম (২০) নামে একজন মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ঘুমধুম ইউনিয়নে ৪ নং ওয়ার্ডস্থ টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখ এলাকায় থেকে তল্লাসি চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি উখিয়া উপজেলার হাকিম পাড়া, রোহিঙ্গা ক্যাম্প- ১৪ এর মোঃ আইয়ুব ছেলে।
ঘুমধুম পুলিশ জানায়, গোপদ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তদন্ত কেন্দ্রের এসআই আল আমিনসহ একটি টিম। পরে ঘুমধুম ইউপির ৪ নং ওয়ার্ডস্থ টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা কালে সন্দেহ জনক আচরণের কারনে মোঃ ছলিম (২০) নামে একজন মাদক ব্যাবসায়িকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩ লক্ষ টাকা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত মোঃ শাহজাহান বলেন, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম এর সার্বিক নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মামলা রুজু সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছ।