রাজস্থলী সংবাদদাতা>>
রাজস্থলীতে বেসরকারি সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে উপকার ভোগীদের মাঝে বিনামূল্যে পশু-পখি বিতরণ করা হয়েছে।
২১ নভেম্বর সোমবার সকালে কারিতাস কার্যালয়ে উপকার ভোগীদের মাঝে বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃআরিফ ইসলাম।
এসময় বিভন্ন গ্রামের ২৮ জন পশুপালন সুফল ভোগীদের চাহিদা অনুসারে ১৮টি ছাগল ও ১০টি শুকর ও ১১২টি দেশি মুরগী এবং ২৮টি গামলা ও শীতকালীন সবজিবীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা চিরনজীব চাকমা,মাঠ কর্মকর্তা,সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাসে মাঠ কর্মকর্তা, সাধন কৃষ্ণ চাকমাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।