আকাশ মারমা মংসিং>>
মানবতা সহায়তা কাজে নিজেকে বিলিয়ে দিতে বান্দরবানে মানবিক ব্লাড ডোনার গ্রুপে নতুন পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি ক্যসিংঅং মারমা ও সাঅং সিং মারমাকে সাধারন সম্পাদক করা হয়।
শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান সদরে আলাঙরং বিএমএসসি লাইব্রেরিতে প্রধান অতিথি এই কমিটি ঘোষনা করেন।
অনুষ্ঠানে মানবিক ব্লাড ডোনার গ্রুপ সভাপতি ক্যসিং অং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমা।
মানবিক ব্লাড ডোনার গ্রুপে মোট ৩১ জন বিশিষ্ট আগামী ৫ বছরের জন্য কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ক্যসিং অং মারমা ও সাধারন সম্পাদক পদে সা অংসিং মারমাকে ঘোষণা করা হয়।
নতুন কমিটি গঠন তালিকা।
মানবিক ব্লাড ডোনার গ্রুপে সাধারন সম্পাদক সা অংসিং মারমা সঞ্চালনায় বান্দরবান জেলা শাখা বিএমএসসি সভাপতি অংচিং উ মারমা,বালাংধারা জেলা প্রতিনিধি ও মানবিক ব্লাড ডোনার গ্রুপে প্রচার – প্রকাশনা সম্পাদক আকাশ মারমা মংসিং, যুগ্ম সম্পাদক অংশৈচিং মারমা, অর্থ- সম্পাদক শৈক্যচিং মারমা,উপ- সহকারী সম্পাদক নুমং উ মারমাসহ মানবিক ব্লাড ডোনার গ্রুপে সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালে ১০ জন সদস্য নিয়ে মানবিক ব্লাড ডোনার গ্রুপ গঠন করা হয়। প্রায় ৪ বছর পর এই ব্লাড ডোনার গ্রুপের নতুন কমিটি গঠন করা হয়।