বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

আলীকদমে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৭২ জন নিউজটি পড়েছেন

আলীকদম সংবাদদাতা>>

বান্দরবানের আলীকদম উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু চত্বরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডিজিটাল উদ্ভাবনী মেলা পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও ইয়াছমিন পারভীন তিবরীজি,জেলা প্রশাসক বান্দরবান।

ডিজিটাল উদ্ভাবনী মেলা পরিদর্শনের পর বঙ্গবন্ধু চত্বর শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাবা ইয়াছমিন পারভীন তিবরীজি,জেলা প্রশাসক বান্দরবান ও উপজেলা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমরঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

কৃষক সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলীকদম উপজেলা নির্বাহী কর্মকতা মেহরুবা ইসলাম, রফিকুল ইসলাম,উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বান্দরবান, মোজাম্মেহ হক বাহাদুর,সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, মোঃ নাজিম উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, দুংড়ি মং মার্মা, সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ প্রমূখ।

কৃষক সমাবেশে প্রধান অতিথি- মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী অভিপ্রায় অনুসারে আগামী ২০৪১ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের এগিয়ে আসার তাগিতদেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে কৃষকরা সকল প্রকার সার,বিজ,ন্যায্যমূল পাচ্ছে। কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজার জাত করার জন্য সরকার রাস্তাঘাট উন্নয়ন করেছে। কৃষক সমাবেশ ২০২২-২৩ অর্থ বছরের রবি মৌসুমে শীতকালীন ভূট,সূর্যমূখী, সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!