নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা>>
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার উদ্যোগে কমিউনিটি পুলিশংয়ের মুলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদকে সামনে রেখে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২ইং উদযাপন উপলক্ষ্যে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে বর্ণাঢ্য আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় ‘কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে এক বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি নাইক্ষ্যংছড়ি থানা হইতে শুরু হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রধান প্রাধান সড়ক প্রদিক্ষণ শেষে থানা কম্পাউন্ডে এসে শেষ হয়।
র্যালীতে ‘কমিউনিটি পুলিশিং ডে’ সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যানার ও ফেস্টুন প্রদর্শনসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
র্যালীতে ‘কমিউনিটি পুলিশিং ডে’ সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যানার ও ফেস্টুন প্রদর্শনসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
র্যালীতে উপজেলা চেয়ারম্যান, দৌছড়ি ইউপি চেয়ারম্যান, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহাজান অন্যান্য কর্মকর্তা, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ত্ব, সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিক অংশগ্রহণ করেন।
র্যালির শেষে নাইক্ষ্যংছড়ি থানা কম্পাউন্ডে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহাজান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ।
থানার সেকেন্ড অফিসার মো: মনির হোসেন সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ,সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সুন্দর নাইক্ষ্যংছড়ি গড়া সম্ভব।
এসময় তিনি সমাজ থেকে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও তিনি ন্যায় পরায়নতার সাথে কাজ করে সুন্দর পুলিশিং ব্যবস্থা গড়া সম্ভব বলে মন্তব্য করবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোছড়ি ইউপি চেযারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এন্যানিং মার্মা, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র নেতা ডা: সিরাজুল হক, সোনাইছড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) এ.বি. ছিদ্দিকি, এসআই,ধীমান বড়ুয়া,এসআই ফখরুল, এসআই মিঠুন বড়ুয়া, এসআই সৌরভ, এএসআই ইমাম হোসেন,সায়দুল হক,পীযুষ মরিয়ম নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আহবায় কমিটির সদস্য মাঈনুদ্দিন খালেদ,আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য আবদুল রশিদ, মো: ইউনুছ, সাংবাদিক সানজিদা আক্তার রুনা, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইরফান মাহাবুব রায়হান,যুগ্ন সম্পাদক মুমিনুল আলম মুমু, কলেজ সাধারণ সম্পাদক, আবরার প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্যে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহাজাহান বলেন,পুলিশ জনতা জনতাই পুলিশ এই মূলমন্ত্র ধারন করে পুলিশ কাজ করে যাচ্ছে পুলিশের সকল প্রকার সেবা আমরা সাধারণ মানুষের কাছে পৌছেদিতে বদ্ধপরিকর। আর সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সুন্দর নাইক্ষ্যছড়ি নির্মাণে আপনাদের সহযোগীতা কামণা করছি সকলকে সাথে নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলাকে এগিয়ে নিতে চাই।