বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

রুমায় ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন; সভাপতি-ভান মুন নোয়াম বম; সাধারণ সম্পাদক অংচোওয়ং

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৮ জন নিউজটি পড়েছেন

রুমা সংবাদদাতা>>

বান্দরবানে রুমা উপজেলায় ছাত্রলীগের ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

৩০ সেপ্টেম্বর সকালেই উন্মুক্ত মঞ্চে উপজেলা ছাত্রলীগের সভাপতি লাল রিন সান বম সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেই বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হ্লা থোয়াই হ্রী মারমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা,রুমা উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা,রুমা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম,উপজেলা শাখা সহসভাপতি ও রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা,রুমা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিলীপ কুমার দাশ,রুমা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ছিদ্দিক ,রতন কান্তি দাশ রুমা উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,গালেঙ্গা ইউনিয়নের আওয়ামিলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো,রেমাইক্রী ইউনিয়নের আওয়ামিলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম ও বিভিন্ন নেতৃবৃন্দসহ অতিথিদের বক্তব্যের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়।

পরে দ্বিতীয় অধিবেশন শুরু হয় এবং নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। উপজেলা ছাত্রলীগের সভাপতি পদের নির্বাচিত হয়-ভান মুন নোয়াম বম ও সাধারণ সম্পাদক পদের-অংচোওয়ং মারমা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!