আকাশ মারমা বান্দরবান>>
বান্দরবানের মাহা ওয়াগ্যেয়েই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আকাশের ফানুস উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি।
এসময় সুয়ালক লামার পাড়া আয়োজনের ও বান্দরবান জেলা শাখা ইউপিডিএফ (গণতান্ত্রিক) সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো.ফরহাদুল ইসলাম।
উদ্বোধনী খেলায় বালাঘাটা লারং স্পোর্টিং ক্লাবের মুখোমুখী হয় মাঝের পাড়া ইয়ং ষ্টার স্পোটিং ক্লাব। খেলায় টান টান উত্তেজনা থাকলেও পাল্টাপাল্টি আক্রমন করতে থাকে দুই দলের। খেলার ৩০ মিনিট ব্যবধানে লারং স্পোর্টিং ক্লাবের ১১নং জার্সি পরিহিত খেলোয়ার ওয়াইসে মারমা বিপক্ষে জালের বল ফেলে দলকে উৎসাহ বাড়িয়ে তুলেন। বিরতির পর বিপক্ষে জালের আরো ২টি গোল দেন ১০ নং জার্সি পরিহিত খেলোয়ার উক্যসা ও ৫নং জার্সি পরিহিত খেলোয়ার সুবাস।
খেলা শেষে বালাঘাটা লারং স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে মাঝের পাড়া ইয়ং ষ্টার স্পোটিং ক্লাবকে পরাজিত করে।
ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার গ্রহন।
খেলা শেষে প্রধান অতিথি কাছ থেকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার গ্রহন করেন ১০নং জার্সি পরিহিত খেলোয়ার উক্যসা মারমা।
এই দিকে খেলা শুরুতে বিভিন্ন এলাকা হতে মাঠে হাজারো দর্শক উপস্থিতি যেন টুর্নামেন্টকে প্রানবন্ধন করে তুলেন।
ফুটবল কমিটিরা জানান, এইবারে ফুটবল টুর্ণামেন্ট ১৮টি দল অংশগ্রহন করেছেন। ফাইনাল খেলায় অনুষ্ঠিত হবে আগামী মাসে ৪ অক্টোবরের।
উদ্বোধনী খেলায় ইউপিডিএফ গণতান্ত্রিক সভাপতি মং পু মারমা, সাধারণ সম্পাদক উবামং মারমা, টুর্নামেন্টের কমিটি সভাপতি ও লামার পাড়া কারবারী গরা অং মারমা,বান্দরবান জেলার রেফারী অংম্যা মার্মা পরিচালনায় সকল টুর্নামেন্ট কমিটি সদস্য বৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।