রুমা সংবাদদাতা>>
বান্দরবানে রুমা উপজেলা তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর বুধবার সকালেই রুমা উপজেলা সভাকক্ষে উপজেলা সহকারী অফিসার(ভুমি) মোঃ দিদারুল আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা।
এতে উপজেলা তথ্য কর্মকর্তা তথ্য আপা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা,রুমা থানা প্রতিনিধি এসআই রুহুল আমিন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যপ্রাপ্তি ও জানা মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা,সুশাসন প্রতিষ্ঠা এবং সর্বস্তরে দূর্নীতি দূরকরণে কার্যকর করা।