নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা>>
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় গরু-ছাগল, হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে খামারিদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের বাস্তবায়নে এবং উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও জাইকার সহযোগিতায় অফিসার্স ক্লাবের মিলনায়তনে ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত চার দিন ব্যাপী এই কর্মশালায় দুই ধাপে মোট ৬০জন খামারিকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছৈয়দ নুর এবং ভেটেরিনারি ফিল্ড এ্যাসিট্যান্ট মার্ক মার্মা।
প্রশিক্ষকগণ খামারিরা যেভাবে প্রশিক্ষণ নিলে উপকৃত হবেন ঠিক সেইভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন বলে জানান এই প্রতিবেদককে।
তারা আরও জানান, ১৮-১৯ সেপ্টেম্বর ৩০জন এবং ২০-২১সেপ্টেম্বর ৩০জন খামারিকে গরু-ছাগল, হাঁস- মুরগি ও তাদের টিকাদান বিষয়ে প্রায়োগিক ভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে,যাতে খামারিরা তাদের খামারে প্রশিক্ষণের শিক্ষার প্রয়োগ ঘটিয়ে একজন সত্যিকারের খামারি হয়ে উঠে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধশালী করতে পারেন।