নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা>>
কক্সবাজারের রামুতে ৭ হাজার ৮শ পিস ইয়াবাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৭সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী স্টেশনস্থ একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এসব ইয়াবা সহ তাদের আটক করা হয়।
আটককৃত নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকার নুরুল আমিনের ছেলে মোঃ ইকবাল ও নুর আহাম্মদের ছেলে মঞ্জুর আলম, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিপাহির পাড়ার আক্তার উল আলম প্রকাশ বাবুল মিস্ত্রির ছেলে জাহিদুল ইসলাম (২৮)।
অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: কামরুজ্জামান জানান, শনিবার দুপুর ১২ টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে যোগাযোগ করে সন্ধ্যা সাতটার দিকে মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা ইয়াবাসহ তিনজনকে আটক করে।
জানা গেছে, জব্দ তালিকা করে মাদক মামলায় রামু থানায় নিয়মিত মামলা করা হয়েছে।