শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :
নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক দুর্গম ধুপানিছড়া যৌথ বাহিনী অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ৯জন আটক বান্দরবান কেএনএফের আরও ৪ সদস্য কারাগারে নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালন বান্দরবান যৌথবাহিনীর অভিযানে এক নারীসহ কেএনএফ এর আরো ৩জন গ্রেফতার আরো ১জন কেএনএফ সহযোগীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বান্দরবান গ্রেপ্তারকৃত কেএনএফের ৫২ জন কে কারাগারে পাঠালো আদালত বান্দরবান যৌথ বাহিনীর অভিযানে দুদিনে  কেএনএফ সদস্য সন্দেহে ১৮ নারীসহ ৫৪ জন আটক বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে কম্বিং অপারেশন শুরু করেছে-সেনাবাহিনী প্রধান এলাকা ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি, অতিরিক্ত ডিআইজি চট্টগ্রাম রেঞ্চ

বাঁধ নির্মাণে র‍্যাপ ফেইজ এমব্যাকমেন্ট : নদী ভাঙ্গন রোধে ব্যাপক সম্ভাবনা – ড. রিপন হোরে

এস এম নাসিম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৬ জন নিউজটি পড়েছেন
ড. রিপন হোরে

র‍্যাপ ফেইজ এমব্যাকমেন্ট হল জিওটেক্সটাইল বা জিওগ্রীড দ্বারা মোড়ানো বালুর বাধ যা কয়েকটি স্তরে খাড়া ভাবে নির্মাণ করা হয়। র‍্যাপ ফেইজ এমব্যাকমেন্ট বর্তমানে যুক্তরাষ্ট্র,কানাডা, জাপান, জার্মানি সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাঁধ রাস্তার ঢাল সুরক্ষায় ব্যবহৃত হয়। বন্যা ভূমিকম্প সহ বিভিন্ন কারণে অনেক সময় বাঁধ রাস্তার ঢাল অস্থিতিশীল হওয়ার কারণে বাঁধ ভেঙে পড়ে। ফলে ব্যাপক কৃষি জমির ক্ষতি হবার পাশাপাশি মানুষের জানমালের ক্ষতি হয় এসব ক্ষতি রোধে র‍্যাপ ফেইজ এমব্যাকমেন্টের নির্মাণ নদীর ভাঙ্গনে ব্যাপক সম্ভাবনা দেখা দিতে পারে। বিভিন্ন দেশে র‍্যাপ ফেইজ এমব্যাকমেন্ট ব্যাপক কার্যকারিতা দেখা গিয়েছে। কিন্তু বাংলাদেশের মতো নদীর বিস্তৃত (যেখানে ব্যাপক পলি দ্বারা মাটির স্তর গঠিত হয়েছে) ব-দ্বীপ অঞ্চলের নরম মাটিতে র‍্যাপ ফেইজ এমব্যাকমেন্ট কার্যকারিতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট গবেষণায় উঠে এসেছে যা পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে উঠে এসেছে। গবেষনা এর বিস্তারিত বিভিন্ন জার্নাল যেমন আরাবিয়ান জর্নাল অব জিওসাইন্স, জিওটেকনিকস এন্ড জিওনলজিক্যাল এন্ড গ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং ট্রান্সপোর্টেশনাল এনফ্রাষ্ট্রাকচার এ প্রকাশিত হয়েছে।

র‍্যাপ ফেইজ এমব্যাকমেন্ট এর গবেষণাটি বুয়েটের জিও টেকনোলজিক্যাল ল্যাবে মডেল করে তাতে সেইক টেবল টেস্ট করার মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। এ প্রেক্ষিতে উক্ত মডেলের উপর কৃত্রিম ভূমিকম্প যেমন কোবে (১৯৯৫), লোমা (১৯৮৯) ভূমিকম্প ও বিভিন্ন ফ্রিকয়েন্সির ওয়েব দেওয়া হয়েছে। পুরো মডেলটিতে ১৫ টি বিভিন্ন অকসিলেটর স্কেল, ডিসপ্লেসমেন্ট, পোর ওয়াটার প্রেসার, সেন্সর বসানো হয়েছে যার মাধ্যমে বিভিন্ন সময় মডেলটি মাটির গুণাবলী পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়া মডেলটিতে নিউমেরিক্যাল বিশ্লেষণ করা হয়েছে। পুরো গবেষণার ফলাফল গুলো বিশ্লেষণ করে গবেষতরা একমত হয়েছে যে, বাংলাদেশের নরম মাটিতে র‍্যাপ ফেইজ এমব্যাকমেন্ট ভূমিকম্প ও পানির ওয়েব প্রতিরোধী ও কার্যকর এবং এটা পাইলটিং করার পর বাংলাদেশে ব্যাপক আকারে এ ধরনের এমব্যাকমেন্ট উপযুক্ত ক্ষেত্র তৈরি করা যায়।

গত ২৬ নভেম্বর ২০০১ সালে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে ৬.১ এর ভূমিকম্প অনুভূত হয় এর আগে ৮ ই অক্টোবর ২০২১ সালে একটি ৫.৬ মাত্রার ভূমিকম্প মায়ানমার প্রান্তে অনুভূত হয়। এছাড়া চারটি পরপর ছোট ভূমিকম্প গত ২৯ শে মে ২০২১ সালে সিলেটে অনুভূত হয়। বিশেষজ্ঞদের ছোট ছোট ভূমিকম্প আঘাত দেয় এছাড়া বাংলাদেশে ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং এ অঞ্চলে বড় ভূমিকম্পের উদাহরণ রয়েছে। যেমন গ্রেট ইন্ডিয়ার আর্থওয়াক (৮.৭) ১৯৯৭ সালেও বেঙ্গল আর্থওয়াক (৭.০) ১৯৯৫ সালে অনুভূত হয় যা শুধু বাড়িঘরের ক্ষতি সাধন করে নি, রাস্তাঘাট ও বাঁধের ক্ষতি করেছিল। এখনই উপযুক্ত সময় র‍্যাপ ফেইজ এমব্যাকমেন্ট তৈরী করে ভূমিকম্প রাস্তা বা বাঁধের ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা করার প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন।

র‍্যাপ ফেইজ এমব্যাকমেন্ট এর আরেকটি বড় সুবিধা হল এটা বন্যা ও জলোচ্ছ্বাসে এটি ব্যাপক কার্যকরী। বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ এর কারণে বর্তমানে বন্যা ও ফ্লাস ফ্লার্ড এর পরিমাণ বেড়ে গিয়েছে ফলে বাঁধ ভেঙে জনগণের জানমালের ক্ষতি সহ ব্যাপক কৃষি জমির তলিয়ে যায় এ ক্ষেত্রে উপযুক্ত পাইলটিং এর মাধ্যমে দক্ষ প্রকৌশলী দ্বারা এমব্যাকমেন্ট নির্মাণ করে ব্যাপক আকারে তা তৈরীর ব্যবস্থাপনা গ্রহণ করা প্রয়োজন।

একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন উক্ত এমব্যাকমেন্ট পুরোপুরি খাড়া হবার কারণে বাদের দুইপাশের ব্যাপক কৃষি জমির অপচয় রোধ হবে এবং কৃষি উৎপাদন। এছাড়া বাঁধটি খাড়া হবার কারণে সরকারের জমি অধিগ্রহণ করার জন্য ব্যাপক ব্যয় কমিয়ে দিবে গবেষণায় দেখা যাচ্ছে এর লাইফ সাইকেলের জমি অধিগ্রহণের ৭০% খরচ কমে যাবে, যা দিয়ে সরকার অন্যান্য জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করতে পারবে।

নরম মাটিতে জিওটেক্সটাইল মোড়ানো বাদ এর গবেষণার ফলাফল নিয়ে এর আগে বেশ কয়েকটি জাতীয় পত্রিকা ও টিভি চ্যানেলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পরবর্তীতে উক্ত গবেষণার জন্য মোস্তফা সাইন্স অফ টেকনোলজি ফাউন্ডেশন কর্তৃক কানস সাইন্টিফিক ডিপ্লোমা পুরস্কার প্রদান করা হয়। এই গবেষণাটি ওআইসিভুক্ত দেশের 20 টি গবেষণার মধ্যে স্থান পায় যা ইরানের রাজধানী তেহরানে পারডিস টেকনোলজি পার্কে উপস্থাপিত হয়। ইরানের বেশ কয়েকটি মিডিয়া যেমন ইরানিয়ান নিউজ ওজিসি টামনিন নিউজ এর প্রতিবেদন প্রকাশ করে। এ গবেষণার ফলাফল আগামী ২৩ সেপ্টেম্বর ২০২২ এ ভারতের গোয়ায় অনুষ্ঠিত অলিম্পিক অব সিভিল ইঞ্জিনিয়ারিং কনফারেন্সে উপস্থাপিত হবে।

বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন সড়ক জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ রেলওয়ে র‍্যাপ ফেইজ এমব্যাকমেন্ট করার মাধ্যমে ব্যাপক আকারে নির্মাণ করতে পারবে। বাংলাদেশের নরম মাটিতে জিওটেক্সটাইল/ ওগ্রিড মোড়ানো বালির বাঁধ র‍্যাপ কেস এম্বেডমেন্ট এর উদ্ভাবন বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!