রুমা সংবাদদাতা>>
বান্দরবানে রুমা উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শনিবার ( ৬ আগস্ট) রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের চিত্রঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী সহ রুমা উপজেলায় নয়টি সরকারি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১শত তিন জন ছাত্র/ ছাত্রী অংশ গ্রহন করে।অংশ গ্রহনকারিরা জাতীয় পতাকা,গ্রামীন জীবনের বৈচিত্র্য ও পাহাড়ের ঝিড়ি ঝর্না সহ বিভিন্ন চিত্র অঙ্কনের মাধ্যমে তাদের প্রতিভা প্রকাশ করে।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।এতেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে ছিলেন চিরন্তন আটাশের রুমা জোন কমান্ডার লে. কর্ণেল হাছান শাহরিয়ার ইকবাল, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মার্মা, উপজেলা শিক্ষা অফিসার আশীষ চিরান, মেজর বদরুল ইসলাম সহ সেনাবাহিনীর কর্মকর্তা ও শিক্ষার্থী অভিভাবক প্রমুখ।