মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:০০ অপরাহ্ন
প্রধান সংবাদ :
প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা প্রতিটি পাহাড়ে জুমে বীজ বপনের উৎসব শুরু:ব্যস্ততা পাড় করছেন জুমিয়ারা বান্দরবানে শান্তি ফিরিয়ে আনতে হবে- ক্যশৈহ্লা সীমান্তে মাইন বিস্ফোরণে এক শ্রমিক নিহত সীমান্তে কেএনএফ পুতে রাখা আইইডি বোমা বিস্ফোরনে এক যুবক নিহত  বান্দরবান -রাঙ্গামাটি সীমান্তে কেএনএফ ও সেনাবন্দুক যুদ্ধে নিহত ২ আহত ২ রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত পরিবেশ বিপর্যয়ের প্রভাবে রূপ হারাচ্ছে সাঙ্গু নদী  পাহাড়ের পানি সংকট স্থায়ী নিরসনের জন্য শুরু হবে বাঁধ নির্মান কোন ধরনের সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

রুমায় দুর্নীতির অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের মামলার হুমকি

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৯৮ জন নিউজটি পড়েছেন

রুমা সংবাদদাতা>>

বান্দরবানে রুমা উপজেলার জিএফএস পানি লাইনের স্থাপনের দুর্নীতির অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক চনুমংসহ আরো বেশ কয়েকজন সাংবাদিককে মামলা হুমকির প্রদান করেছেন ঠিকাদার প্রতিষ্ঠান থোয়াইনুচিং মারমা। অনিয়ম দুর্নীতির চিত্রকে তুলে সংবাদ প্রকাশের জেরে অগাত্য গালিগালাজ ও মামলার হুমকি ধুমকি দেন ঠিকাদার

এদিকে গেল ৩ আগষ্ট জিএফএস পানি লাইন স্থাপনের অনিয়মের অভিযোগ পেয়ে ছুটে যান রুমাচর এলাকায়। সেইখানে এলাকাবাসীর অভিযোগের দেখা যায়, নিম্ন মানের পাইপ দিয়ে স্থাপন,শ্রমিক বদলে পাড়াবাসীকের কাজে লাগিয়ে অর্থ না দেওয়ারসহ নানান অভিযোগ কথা উঠে আসে দুর্নীতিরবাজ ঠিকাদার প্রতিষ্ঠান থোয়াইনুচিং মারমা নামের। তবে তার এ উন্নয়ন কর্মকান্ড কতটুকু মানসই হবে সেটি স্পষ্ট বুঝা যাচ্ছে। কাজ শেষ হতে না হতে পাইপ, হাউসসহ নিম্ন মানের স্থাপনের কারণের এখন স্তব্ধ। কোন কাজেই আসছে পাইপ কিংবা হাউস।

এছাড়াও সেই প্রকল্পের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের ২০২১-২২ অর্থবছরে প্রকল্পের ১৯ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ের জিএফএস পানি পাইপ লাইন স্থাপনের বরাদ্ধ দেওয়া হয়েছিল। এবং সে প্রকল্পের নকঁশাতে ২ হাজার লিটার ৩টি গাজী ট্যাঙ্ক ও ২৭ হাজার ১০০ ফুট পাইপ লাইন স্থাপনের কথা বলা থাকলেও কিন্তু সেটি বিপরীতমূখী কাজ করেছে ঠিকাদার।

এলাকারবাসীর অভিযোগ রয়েছে, জিএফএস পানি পাইপ লাইনের নকশানুসারে দেওয়া কথা থাকলেও সেটি করেছে বিপরীত। ৯ হাজার ৮শত ২৬ ফুটের মাধ্যমে কাজ সম্পন্ন করেছে ওই ঠিকাদার প্রতিষ্ঠান। এছাড়াও ৩ টি গাজি ট্যাঙ্ক দেওয়ার কথা থাকলেও সেটি দিয়েছেন ২টি। ওই এলাকার বৌদ্ধ বিহারে নতুন রিংওয়েল স্থাপন ও জেনেরেটর দেওয়া কথা থাকলেও সেগুলো না দিয়ে কাজ শেষ করে চলে গেছে ঠিকাদার প্রতিষ্ঠান।

এব্যাপারে ঠিকাদার থোয়াইনুচিং মারমা বলেন, প্রকল্পটি ২ নং রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা কাজ থেকে ৭ লক্ষ টাকা দিয়ে কিনেছি । সে কাজ কিনে আমার অনেকটা লস হয়েছে । তাই আমি পাড়াবাসীর চাহিদা অনুযায়ী কাজ করতে পারবো না বলে জানান।

এদিকে সকল অনিয়মের প্রমাণ ভিত্তিতে যখন সংবাদ প্রকাশ হয়, ঠিক তখনই সাংবাদিক ভোরের কাগজ প্রতিনিধি চনুমংকে ফোন দেন ঠিকাদার থোয়াই নুচিং। তিনি কোন কিছু না বলে শুরু করেন গালিগালাজ। এছাড়াও মানবকণ্ঠের অংবাচিং, আমার সংবাদ মংহাইথুই মারমা সহ রুমার সাংবাদিকদের সংবাদ প্রকাশ করায় তিনি অগাত্য গালিগালাজ ও এক প্রকারের তিনি মামলা হামলা করার হুমকি দেন।

এব্যাপারের প্রবীণ সাংবাদিক মংহাইথুই, অংবাচিং ও চনুমং মারমা বলেন, দুর্নীতির অনিয়ম সংবাদ প্রকাশ পর আমাদেরকে অগাত্য গালিগালাজ করেছে ঠিকাদার। এক প্রকার মামলার হুমকি দেওয়া হয়। তবে আমরা পিছনের যাওয়ার সাংবাদিক নয়। খুব শিঘ্রই এ অনিয়মের দ্বিতীয় প্রতিবেদন আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৪৭ অপরাহ্ণ
  • ২০:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!