অংবাচিং মারমা রুমা>>
বান্দরবানে রুমা উপজেলা বেসরকারি সংস্থা কমিউনিটি অ্যাডভ্যান্সমেন্ট ফোরাম’র (ক্যাফ) খুঁটি কত দূর? সিরিজ-১ এর প্রতিবেদনের পরও মিলছে না শিক্ষকদের বেতন।
বান্দরবানে রুমা উপজেলার মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের গত ১৮ জুলাই অনিয়মের বিরুদ্ধে প্রতিবেদন হওয়ার পর ৫২০জন শিক্ষকের মধ্যে ৩৬৫ সম্মানী বেতন ভাতা মিললেও বাকি ১৫৫জন বেতন ভাতা ও প্রশিক্ষণ ভাতাসহ মিলেনি বলে পুনরায় এমন অভিযোগ করেছে ভুক্তভোগী শিক্ষকেরা।
ঈদ উল আযহা’র ছুটির পর শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোন হুদিস পেলাম না বলে ক্ষোভ প্রকাশ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী শিক্ষকেরা।
অল্প বেতনে কাজ করেও যদি মাস শেষে বেতন ভাতা না মিললে আমাদের সংসারের কাজে কষ্ট ছাড়া কোনকিছু স্বচ্ছল হওয়ার উপায় দেখছি না। আর্থিক সংকটে শিক্ষকদের পরিবার পরিজন।
শিক্ষকদের বেতন ভাতা সমস্যা সমাধানের বিষয়ে একাধিক মুঠোফোনে যোগাযোগ করা হলেও ক্যাফের নির্বাহী পরিচালক লালজার লম বম গণমাধ্যমকর্মীদের কল গ্রহণ করেননি।
কাজে ব্যস্ততা থাকার কারনে রুমা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী’র বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রতিবেদন-২…………