অনলাইন ডেস্ক>>
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।
এর মধ্যে পুরুষ আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন। নারী আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। ট্রান্সজেন্ডার হিজড়া জনগোষ্ঠীর মানুষ রয়েছেন ১২ হাজার ৬২৯ জন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
১১ বছর পর হয়েছে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। এবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে এই কার্যক্রম চলে। এটি দেশের ষষ্ঠ জনশুমারি।
সাধারণত প্রতি ১০ বছর পর বাংলাদেশে জনশুমারি হয়ে থাকে, তবে করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন কারণে কয়েক দফা পেছানোর পর ১৫ থেকে ২১ জুন জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শেষ হয়।
এর আগে আদমশুমারি বলা হলেও এবার এই জরিপকে জনশুমারি বলে হয়েছে।
১৯৭৪ সাল থেকে শুরু করে এর আগে বাংলাদেশে পাঁচটি আদমশুমারি হয়। বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয়েছিল ২০১১ সালের ফেব্রুয়ারিতে।