রুমা সংবাদদাতা>>
রুমা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বালক ও বালিকাদের ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়।
২৪ জুলাই বিকাল ৩ ঘটিকায় শান্তির জন্য ক্রীড়া এ শ্লোগানকে সামনে রেখে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) ও স্থানীয় সেচ্ছাসেবী মধ্যস্থতাকারি ফোরাম (এলভিএমএফ) এর আয়োজনের রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
মাঠে প্রথম ও দ্বিতীয়মার্ধে খেলা উভয় দলের ফলাফল সমান হওয়ায় ট্রাইপেকারে চাইন্দা হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-২ গোলে হারিয়ে চাম্পিয়ন হয় চিত্ররথ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।
পরে একই দুইটি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলের মধ্যে অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতা। বালক দলের খেলায় চিত্ররথ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাইন্দা হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
পরে উভয় দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ নগদ অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোহাম্মদ দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জিংএংময় বম, এলভিএমএফের সভাপতি পালিয়ান বম (হেডম্যান),রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) মনিটরিং ও প্রশিক্ষণ কর্মকর্তা রামখমলিয়ান বম(পাখম)
আরো উপস্থিত ছিলেন ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটি সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক ও ফুটবল পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক শৈহ্লাচিং মারমা প্রমূখ।
এসময় শৈহ্লাচিং মারমা বলেন রুমা উপজেলায় চারটি ইউনিয়নের আটটি প্রাথমিক বিদ্যালয় থেকে বালক ও বালিকা আলাদা করে মোট ১৬টি দল অংশ গ্রহন করেছে। গত ১৯ জুলাই থেকে এ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল।
এদিকে গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) মনিটরিং কর্মকর্তা রামখমলিয়ান বম (পাখম)বলেন শান্তির জন্য ক্রীড়া এ প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন এলভিএমএফের পরিচালনায় খেলাটি আয়োজন করা হয়।
এ খেলায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে প্রতি ম্যাচে সার্বিক বিবেচনায় তিন হাজার টাকা করে দেয়া হয়েছে।