লামা সংবাদদাতা>>
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লামায় জাতীয় মৎস্য সপ্তাহব্যাপী ২০২২ উদযাপন শুরু হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে।
২৪ জুলাই (রবিবার) লামা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা ভবন হতে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. মোস্তফা জামাল বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম এবং মাছ উৎপাদনে বিশ্বের দ্বিতীয়। আমাদের মাছ চাষের জন্য পুকুর, ডোবা, জলাশয় রক্ষা করতে হবে। মাছ চাষীদের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) কাজী শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন ও মিলকী রাণী দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার বর্মন, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন সহ প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য খামারীদের মাঝে ক্রেষ্ট বিতরন করা হয় এবং লামা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।