খাগড়াছড়ি সংবাদদাতা>>>>
খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৯ টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ১৪ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন কেন্দ্রে ভোটারের মোটামুটি উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার শূন্য
হয়ে পড়ে।
এছাড়া অন্যান্য কেন্দ্রগুলোতেও দুপুরের পর থেকে ভোটারদের উপস্থিতির দেখা মিলেনি। তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত গুইমারা উপজেলায় মোট ভোটার সংখ্যা
রয়েছে ৩৩ হাজার ১ শ ৫৭ জন। এরমধ্যে নারী ভোটার ১৬ হাজার ৯৫ জন ওপুরুষ ভোটার সংখ্যা ১৭ হাজার ৬২ জন। চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের এক প্রার্থী ছাড়াও ৩জন স্বতন্ত্র প্রার্থী লড়ছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ওমহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।নির্বাচনে ১৪ টি ভোট কেন্দ্রের মধ্যে ১০ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাহয়েছে। পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি মোতায়ন রয়েছে।