লামা সংবাদদাতা>>>
লামায় আইপিএম পদ্ধতিতে আম উৎপাদন শীর্ষক মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কেয়াজু পাড়াতে দিন ব্যাপী ইউএসআইডি এর আর্থিক সহযোগিতায় দিবসটি পালিত হয়।
এসময় ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইনটিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি ও ফিড্ দ্য ফিউচার বাংলাদেশ হর্টিকালচার ফ্রুটস্ এন্ড নন – ফুড ক্রপস্ অ্যাক্টিভিটি আয়োজনে প্রধান অতিথি ছিলেন ম্যাডিয়ান গ্রুপ কোহিনুর কামাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আম বাংলাদেশের জনপ্রিয় একটি ফল। কিন্তু পোকামাকড়েন আক্রমনে বিশেষ করে মাছি পোকার আক্রমনে প্রায় ৪০-৬০% আম খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। আবার আমের হপার পোকার আক্রমন হলে ফলন শুন্যের কোটাতেও নেমে যেতে পারে।
বক্তারা আরো বলেন, কৃষকরা এখন পর্যন্ত এ সমস্ত পোকা দমনের জন্য নির্বিচারে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে। যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ – সহকারী কৃষি কর্মকর্তা শ্রী তুলোন বিশ্বাস, ফিড দ্য ফিউচার বাংলাদেশ হর্টিকালচার ফ্রুটস্ এন্ড নন – ফুড ক্রপস্ অ্যান্ট্রিভিটি বীথিকা দাস হাজরা, মেরিডিয়ান নাজমুল হুদা সরকার, ইভালুয়েশন এন্ড লারনিং স্পেসালিষ্ট মোঃ শারাফৎ হোসেনসহ কৃষক ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।