সুফল চাকমা বিশেষ সংবাদদাতা>>>
“আইপিএম পদ্ধতিতে আম উৎপাদন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন (সোমবার) সদর উপজেলায় উদাল বনিয়া ও রমতিয়া গ্রামের ইউএসআইডি মিশন বাংলাদেশ এর আর্থিক সহযোগীতায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট আ্যক্টিভিটি প্রজেক্ট আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাহাড়ী গবেষনা কেন্দ্রে বিএআরআই রাইখালী ষ্টেশন ইনচার্জ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আলতাপ হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আম বাংলাদেশের একটি জনপ্রিয় ফল। কিন্তু পোকামাকড়ের আক্রমণে প্রায় ৪০-৬০% আম খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। আবার আমে হপার পোকার আক্রমন হলে ফলন শূণ্যপর কৌঠায় নেমে যেতে পারে।
বক্তারা বলেন, কৃষকরা এখন পর্যন্ত এ সমসৃত পোকা দমনের জন্য নির্বিচারে (১৫-৬২ বার) রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরুপ। বাংলাদেশ কৃষিগবেষণা প্রতিষ্ঠানে এগুলোর সমাধানে আমের হপার ও মাছি পোকাদমনে আইপিএম পদ্ধতি উদ্ভাবন করেছেন যা খুবই কার্যকর, স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব।
অনুষ্ঠান শেষে মাঠ দিবসে উপস্থিত কৃষকদের ফেরোমন ফাঁদ ও জৈব বালাই নাশক পদ্ধতিতে আমের বিভিন্ন পোকাদমন বিষয়ক আইপিএম প্রযুক্তি গ্রহনে উদ্ধুদ্ধ করার জন্য সরেজমিনে প্রযুক্তিগুলো হাতে কলমে দেখানো হয় এবং এদের উপকারি দিকগুলো ব্যাখ্যা করা হয়। এবং কৃষকরা উৎসাহিত হয়ে তাদের মাঠে এ প্রযুক্তিগুলো গ্রহনে আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট আ্যাক্টিভিটি প্রজেক্ট এর ডিপুটি প্রোগ্রাম ম্যানেজার ড. মোঃ শাহাদাত হোসেন, ইভেলুয়েশন এন্ড লার্নিং বিশেষজ্ঞ মোঃ শারাফাত হোসেনসহ কৃষকরা উপস্থিত ছিলেন।