অনলাইন ডেস্ক>>>
চট্টগ্রামে অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ এসেছে হাসপাতালে।
চমেক হাসপাতাল পুলিশ আউটপোস্টের এএসআই আলাউদ্দিন জানান, চমেক হাসপাতালে মোট ২৯ জনের মরদেহ এসেছে।
এ ছাড়া, বেসরকারি পার্কভিউ হাসপাতালে রয়েছে একজনের মরদেহ।
গতকাল রাত সাড়ে ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।
আহত অবস্থায় চমেক, ঢামেকসহ হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শতাধিক মানুষ।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের বিশেষ দল হ্যাজম্যাট ঘটনাস্থলে যাচ্ছে।
এ ছাড়াও, আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনা সদস্যরা।