অনলাইন ডেস্ক>>
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে এখনো থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে এবং আগুনও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন।
ডিআইজির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সীতাকুণ্ডে ওই কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ ১৬ জন নিহত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আহত ও দগ্ধ আরও ২ শতাধিক মানুষ।
তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে এখন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট রয়েছে। তবে, থেমে থেমে বিস্ফোরণ হতে থাকায় ফায়ার সার্ভিসকর্মীরা এখনো ভেতরে যেতে পারছে না। ফলে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।