নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা
কক্সবাজার রামু বাইপাস সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (২৪ মে) রাত রামু-মরিচা রোডে খুনিয়াপালং ইউনিয়ন অফিসের সামনে পিক আপ সহ মাদক আটক করা হয়।
আটককৃত জহির (৩০), সে কাউয়ারখিল গুইয়াপাড়া এলাকায় আব্দুস সালাম ছেলে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে মেট্রো-ন ১১-৯২৯৮ নাম্বারের পিকাপটি আটক করা হয়। পরে স্থানীয় ওয়ার্কসপের মেকানিক এর সহায়তায় তেলের ট্যাংকি খুলে এবং গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে ৬০ টি সরিষার তেলের বোতলে রক্ষিত ৩৯ হাজার পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
ডিবির অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, এ ঘটনার সাথে জড়িত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে ।