অনলাইন ডেস্ক>>>
খাগড়াছড়ির মাটিরাঙায় ৩৩হাজার টাকার জাল নোটসহ দুই যুবক আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, মাটিরাঙা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো. রুবেল(২৫) ও বেলছড়ি ইউনিয়নের খেদাছড়া গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো. জসিম উদ্দিন(২৫)।
রবিবার (২২ মে) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার(২১ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাটিরাঙা বাজারে জাহাঙ্গীর আলমের মোটর সাইকেল গ্যারেজ থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে এক হাজার টাকা মূল্যমানের ৩৩টি জাল নোট উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আলী বলেন, জাল নোট নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার অভিযোগে ৩৩হাজার টাকার জালনোটসহ আটক দুই যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।