নিজস্ব সংবাদদাতা>>>
বান্দরবানের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে পুরস্কার বিতরণ ও সৃষ্টিসুখ নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মে ) অরুন সারকি টাউন হলে বান্দরবান কেলেক্টরেট স্কুল এন্ড কলেজ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠান শুরুতেই প্রথম পর্বে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।স্কুল এন্ড কলেজটির শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি” সভাপতিত্বে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম, নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতের জেলা জজ মো.সাইফুল ইসলাম সিদ্দিকী,জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান,রাজিব কুমার বিশ্বাস,এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী,ইংরেজি বিভাগের শিক্ষক জাহিদুল আলম সুমন,সহকারী প্রধান শিক্ষক আব্দুল হকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও শিক্ষার্থী সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।