বর্ষপূর্তি উপলক্ষে আজ ১৮ মার্চ বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বান্দরবান জেলা প্রতিনিধি মোঃ ফারুক আহমেদ এর উপস্থিতিতে বর্ষপূর্তিতে এই সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ জেলা প্রতিনিধি মিনারুল হক, প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, এনটিভির জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহারিয়ার, জিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসহাক, ভোরের কাগজের জেলা প্রতিনিধি মংসানু মারমা, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি নুরুল কবির, মোহনা টিভির জেলা প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি কৌশিক দাস গুপ্ত , চ্যানেল ২৪ এর প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী,স্বদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহিম, প্রতিদিন অনলাইন নিউজের সম্পাদক জসাইউ মারমা, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি বাবুল খাঁন,বাংলাদেশের আলোর প্রতিনিধি উথোয়াইচিং রনি,দৈনিক গণকন্ঠের জেলা প্রতিনিধি রিচার্ড বম,বিজয় টিভির জেলা প্রতিনিধি রিমন পালিত,দৈনিক সময়ের আলো জেলা প্রতিনিধি কি কিউ মারমা,দৈনিক গণমুক্তি প্রতিনিধি বাসুদেব বিশ্বাস ,মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ শফিকুর রহমান, নিউজ বাংলার প্রতিনিধি নুসিংথোয়াই মারমা, নিউজ ট্রিবিউন বিডির জেলা প্রতিনিধি হ্লা থোয়াইচিং মার্মা সহ বান্দরবান জেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মী’রা।
বর্ষপূর্তিতে উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ বাংলাদেশ প্রতিদিনের সমৃদ্ধি কামনা করেন এবং ভালো রিপোর্টের মাধ্যমে বাংলাদেশ প্রতিদিন যাতে আরো ভালো পর্যায়ে যায় এই প্রত্যাশা রাখেন।