বান্দরবান: যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগসহ সহযোগি সংগঠনগুলো।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় আওয়ামী লীগ দলীয় কর্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইক্ষ্যংছড়ি প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে দলীয় কার্যালয়ে শেষ হয়।উপজেলা যুবলীগের সহসভাপতি ও জেলাপরিদ সদস্য কনোওয়েন চাক এর সভাপতিত্বে ও সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যন ও উপজেলা আওয়ামীগ লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ,সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইমরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদুরুল্লাহ বিন্দু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সেচ্ছাসেবক লীগের সভাপতি অাব্দুল সক্তার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন,সদর ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আনছার উল্লাহ, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুমিনুল অালম মুমু,ফয়সাল,রিয়াদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগটনের নেতৃবৃন্দরা।
গত মঙ্গলবার ১সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের চিংক্যউ পাড়ায় বাড়ির পাশ্ববর্তী এলাকায় গুলি করে মংচিং উ মারমা নামে এই যুবলীগ নেতাকে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি জামছড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।