বান্দরবানঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মশতবার্ষিকী উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে দরিদ্র, অসহায় ও দুস্ত মহিলাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার স্বরুপ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতা সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া অাফরিন কচি।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: ইমরান,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল অাবছার ইমন, উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের মহিলা ইউপি সদস্যা রাশেদা বেগম।
বক্তারা বলেন, ফজিলাতুননেসা মুজিব’র ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুস্থ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।