বান্দরবানঃ থানচি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নের অস্বচ্ছল গরীব ৬০ পরিবারকে গাভী বিতরণ করেন।
অস্বচ্ছল পারিবারকে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াবার লক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর বীর বাহাদুর উশৈসিং এমপি উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের গরীব ৬০ পরিবারকে গাভী বিতরণ করা হয়।
এই উপলক্ষে সোমবার (২৭ জুলাই) থানচি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে থানচি উপজেলা পরিষদের আয়োজনে অসহায় নারীদের একটি করে গাভী বিতরণ করা হয়েছে।
বিতরণের সময় থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি থোয়াইহ্লামং মারমা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংসার মো্র, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপ্রুঅং মারমা, রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমাসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ঠরা জানান, গত বছরে ৪০ পরিবারকে একটি করে ৪০টি গাভী বিতরণ করা হয়েছিল। এই উপজেলায় ৪ ইউনিয়নের মোট ১০০ পরিবারের মাঝে এর সুবিধা আওতায় আনা হয়েছে।