সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী-কে আহ্বায়ক এবং সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা-কে সদস্য সচিব মনোনীত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বান্দরবান জেলা শাখার ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার (৪ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দলটি।
নতুন পূর্ণাঙ্গ আহ্ববায়ক কমিটিতে, সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী-কে আহ্বায়ক এবং সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা-কে সদস্য সচিব পদে মনোনীত করা হয় এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয় অধ্যাপক ওসমান গনি-কে। যুগ্ম আহবায়ক পদে রয়েছেন- লুসাই মং, মুজিবর রশিদ, আবদুল মাবুদ, মশিউর রহমান মিটন, জাহাঙ্গীর আলম, জসীম উদ্দিন তুষার, সা শৈ প্রু, আবিদুর রহমান, আমির হোসেন আমু, বাবু রিটল কান্তি বিশ্বাস, মোঃ নেজাম উদ্দন চৌধুরী।
সদস্য পদে রয়েছেন— মিসেস মাম্যাচিং আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী, আবদুল শুক্কুর, নুরুল ইসলাম, শাহাদাত হোসেন, সাবিকুর রহমান, সরোয়ার জামাল, চনু মং, সেলিম রেজা, থোয়াইনু অং চৌধুরী, আলহাজ্ব মোঃ মুছা, মং শৈ হ্লা, আব্দুর রব, নুরুল আলম কোম্পানী, আরেফ উল্লাহ ছুট্রো, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, এ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মং ক্য নু চৌধুরী সদস্য, এ্যাডভোকেট মিসেস উম্যাসিং, মাসুক আহমেদ সদস্য, শ্যামল কান্তি বড়ুয়া, নাছির উদ্দিন চৌধুরী, টিমং প্রু, আবু তাহের মিয়া, আবু বক্কর, সাইফুদ্দিন, আবুল হাশেম, উফাসা মার্মা, মং শৈ ম্রাই, শৈ সা অং, নজরুল ইসলাম, নুমং প্রু মার্মা।
ভবিষ্যতের সাংগঠনিক কার্যক্রম আরো সুন্দর ও শক্তিশালী করার উদ্দেশ্যে নবগঠিত এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর পর গত ২ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী-কে আহ্বায়ক এবং সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা-কে সদস্য সচিব মনোনীত করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তারই ধারাবাহিকতায় আজ বুধবার (৪ জুন) পূর্ণাঙ্গ আহ্ববায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন→বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক সাচিং প্রু জেরী সদস্য সচিব জাবেদ রেজা