নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির টহল দলের উপর গরু চোরাকারবারিদের আক্রমণে তিনজন বিজিবি সদস্য গুরুতর আহত হোন, ঘটনায় এক চোরাকারবারিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবি জানান, দেশীয় প্রাণীজ সম্পদ শিল্প রক্ষার্থে মিয়ানমার থেকে অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে আসা গরু চোরাচালানের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এই অভিযানে প্রায় ১ হাজার গরু আটক করেছে বিভিন্ন সময়ে।
আটককৃত গরুর সমমূল্য ৯ কোটি টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (১জুন) রাতে সীমান্তের চোরাই গরু জব্দ করতে টহল দল সময় আনুমানিক সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ ছালামি পাড়া নামক স্থানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা সংঘবদ্ধ চোরাকারবারী, দুষ্কৃতিকারী ও স্থানীয় সহযোগীসহ প্রায় ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র, লাঠিসোঠা ও ইটপাটকেলসহ বিজিবি টহল দলের উপর অতর্কিত হামলা করে। এতে টহলদলের সবাই কমবেশি আহত এবং তিনজন সদস্য গুরুতর আহত এবং এক চোরাকারবারি আহত হয়।
এ সময় টহল দল সরকারি জানমাল রক্ষার্থে এবং আত্মরক্ষার্থে ফাকঁ গুলি করতে বাধ্য হলে চোরাকারবারি পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থল হতে দা ও বেশ কিছু লাঠি উদ্ধার করে বিজিবি। আহত বিজিবি সদস্যদের চিকিৎসার জন্য নিকটস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এছাড়াও গুরুতর আহত বিজিবির তিনজন সদস্যকে এবং আহত এক চোরাকারবারি চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “আমাদের সদস্যরা সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছেন। শনিবার রাতে সংঘবদ্ধ একদল চোরাকারবারি বিজিবির টহল দলের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে সদস্যরা লাঠিচার্জ এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, ঘটনার প্রেক্ষিতে ১১ বিজিবি সদস্যদের পক্ষ থেকে ‘বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫(বি)/২৫(ডি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়াও ভবিষ্যতে বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশুসহ অন্যান্য চোরাচালানি সংশ্লিষ্ট কার্যক্রম দেশের স্বার্থে দমনে কঠোরতর পদক্ষেপ নিবে বলে নাইক্ষ্যংছড়ি বিজিবির দপ্তর থেকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানানো হয়।
আরো পড়ুন→বান্দরবানে রান্নাঘরের উপর পাহাড় ধ্বসে গুরুতর আহত-১