নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।
বান্দরবান জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাসরুরুল হক এর সার্বিক তত্বাবধায়নে পুলিশ এবং ঘুমধুম পুলিশ ফাঁড়ির এএসআই আবুল কাসেম ও কিবরিয়াসহ সঙ্গীয় টীম সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ডের টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করে মো: ওসমান গনী নামে এক মাদক কারবারিকেে আটক করতে সক্ষম হয়।
এসময় তার হেফাজতে থাকা ২ হজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার জিলংঝা হাজির পাড়া এলকার গুরা মিয়ার ছেলে মো: ওসমান গনি ( ৩০)।
এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন বলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মাসরুল হক সত্যতা নিশ্চিত করে।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে ভূমিধ্বসের ঝুঁকির সহচেতনমুলক ও কর্ম পরিকল্পনা’ বিষয়ক কর্মশালা