রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমায় (১০ মে) শনিবার সকাল আনুমানিক সাড়ে সাত টার দিকে ১নং পাইন্দু ইউনিয়নের নিয়াংক্ষং পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মালিক না থাকায় ভিতরের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মালিক উক্যথোয়াই মারমা।
তিনি জানান, এতে তার প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে হয়েছে। সোলার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, ঘটনার দিন ভোর থেকে ঘরে তালা লাগিয়ে জুমে কাজ করছিলেন ভোক্তভোগী মালিক উক্যথোয়াই মার্মা ও তার স্ত্রী।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭:৩০ মিনিটের দিকে উক্যথোয়াই মারমার বাড়িতে আগুন জ্বলতে দেখে তারা।পরে আগুনের খবর পেয়ে জেগে উঠে পার্শ্ববর্তী বসত বাড়ি লোকেরা ।
এসময় রুমা মুননুয়াম ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনী ৩৬বীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক তত্ত্বাবধানে তাৎক্ষনিক অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজে লেগে পড়েন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়দের তৎপরতায় আগুন পার্শ্ববর্তী বাড়িতে ছড়াতে পারেনি বলে জানাগেছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভানো সক্ষম হয়,তবে কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।