নিজস্ব প্রতিবেদকঃ জেলার লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় এবং বান্দরবান সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৬ জন-কে আটক করে পুলিশ।
সূত্রের তথ্য থেকে জানাযায়, (৮ মে) রাতে এই অভিযান পরিচালনার মাধ্যমে ৫ আগষ্টের পর হওয়া বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয় তাদের।
বান্দরবান পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড থেকে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন এবং জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আবু তাহের, সদর উপজেলা মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর-কে গ্রেফতার করে পুলিশ, আরো লামা উপজেলা থেকে আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার,নাইক্ষ্যংছড়ির চাকঢালা থেকে বান্দরবান জেলা কৃষক লীগের নেতা আব্দুর রহমান-কে গ্রেফতার করে পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মসরুল হক জানান, নাশকতার মামলার অভিযোগে অভিযুক্ত ওই দুই নেতাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু থানা পুলিশের অভিযানে কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাবেক এমপি সাইমুম সরওয়ার কমলের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত যুবলীগ নেতা মোস্তাক আহমেদ এবং ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ তিন নেতাকে গ্রেফতার করা হয়।
তাদের গ্রেফতারের বিষয়টি রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
আরো পড়ুন→দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবকদল সদস্যসচিব আশরাফুল ফরহাদ-কে অব্যহতি