নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান অনুমোদিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল বান্দরবান জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফুল আমিন ফরহাদ-কে দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক মর্যাদায়) আব্দুল্লা আল মামুন সাক্ষরিত বার্তাটি-তে সংঘটনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের প্রেস বিজ্ঞপ্তি।
জানাযায়, এর আগে বুধবার (৭ মে) চট্টগ্রামের পোলোগ্রাউন্ডে আগামী ১০ মে এর ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ বাস্তবায়ন করার লক্ষে সদরের হিলভিউ কনভেনশনের হলরুমে বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদল কৃতক আয়োজিত প্রস্তুতি সভায় দলটির কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সভা কক্ষে তার অনুসারীদের নিয়ে প্রবেশ করতে চান আশরাফুল আমিন ফরহাদ। কিন্তু সভা সুন্দর ভাবে পরিচালনার উদ্দেশ্যে আগে থেকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী দলটির কেন্দ্রীয় নেতাদের সাথে বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদল এবং ৬ উপজেলা স্বেচ্ছাসেবকদলের কিছু সংখ্যক নেতাকর্মীদের সভায় প্রবেশের অনুমতি দেয়া হয়। তার মধ্যে সদ্য অব্যাহতিপ্রাপ্ত বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশরাফুল আমিন ফরহাদের নামও ছিল বলে জানাযায়। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে আশরাফুল আমিন ফরহাদ এবং তার অনুসারীরা জোরপূর্বক সভায় ঢুকতে চাইলে দলটির বাকি নেতাকর্মীরা বাধা প্রদান করলে এক পর্যায়ে হাতাহাতি হয় এসময় আশরাফুল আমিন ফরহাদসহ কয়েকজন আহত হোন। এরপর দলটির জেলার নেতাকর্মীদের মধ্যে এ বিষয় নিয়ে ব্যাপক সমালচনার জন্ম দেয়। এসময় আশরাফুল আমিন ফরহাদ এর কোনো এক অনুসারীর করা একটি ভিডিও চিত্র বিভিন্ন গণমাধ্যমে অন্য ভাবে সাজিয়ে প্রকাশ করা হয়। সব মিলিয়ে পরের দিন (৮ মে) তাকে দলীয় পদ থেকে অব্যহতি প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল।
আরো জানাযায়, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক কমিটিতে সদস্য সচিবের পদ পাওয়ার পর থেকে অনেকটাই নিষ্ক্রিয় অবস্থানে ছিলেন আশরাফুল আমিন ফরহাদ। দলটির আহ্ববায়ক যুগ্ম আহ্বায়কসহ উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীদের সাথে তেমন যোগাযোগ রাখেননি তিনি এ নিয়ে বিগত অনেকদিন যাবত হতাশার মধ্যে ছিলো সংঘটনটি। তবে পাঁচই আগষ্টের পর থেকেই হঠাৎ করেই রাজনীতিতে সক্রিয় অবস্থানে দেখা যায় তাকে এবং তার অনুসারীদের।
সংগঠনটির বেশকয়েক নেতার সাথে কথা বলে জানাযায়, গত বুধবার (৭ মে) প্রস্তুতি সভায় প্রবেশ কে কেন্দ্র করে যে ঘটনাটি হয়েছে সেটি পূর্বপরিকল্পিত এবং এতে ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাত রয়েছে। তদের দাবি ধূর্ত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।