থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে উপজেলা মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক (অতিরিক্ত) মোঃ তৌফিক আহমেদ নূর, উপজেলা কৃষি কর্মকর্তা (অ:দা:) মোঃ সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম ও উপজেলা শিক্ষা সহকারী অফিসার মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন কৃষক মাঠ স্কুল থেকে ৭০জন কৃষক-কৃষানী, সরকারি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপজেলা কৃষি উপ সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিদের বক্তব্যের বলেন, কৃষি উন্নয়ন লক্ষ্যে নিজেরাই চাষাবাদ করে খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করা চেষ্টা চালিয়ে যেতে হবে। দেশের উন্নয়নে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেয়া প্রয়োজন। উন্নত জাতের বীজ বপন করে অধিক লাভবান হতে হবে।