বুধবার, ২৫ জুন ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ঘুমধুমে যুব সমাজের উদ্যোগে রাস্তা মেরামত ঘুমধুম খাল থেকে অজ্ঞাত যুবকের পঁচনধরা মরদেহ উদ্ধার বান্দরবানের থানচি-রুমা পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার জিয়ার মাজারে শ্রদ্ধা: রাজনীতিতে সক্রিয় প্রত্যাবর্তনের ঘোষণা দিলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন রুমায় কৃষকের বসত বাড়িতে আগুন, সব পুড়ে ছাই বান্দরবানে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা আটক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবকদল সদস্যসচিব আশরাফুল ফরহাদ-কে অব্যহতি সেনাবাহিনীর সহায়তায় ২ বছর পর ঘরে ফিরল বম পরিবার নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে: ড. হামিদুর রহমান আজাদ
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে: ড. হামিদুর রহমান আজাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৩২৫ জন নিউজটি পড়েছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী,সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ বলেছেন, নাবী কমিশন একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে সরকার পা দিয়েছে।

সামাজিক মূন্যবোধ ও পারিবারিক বন্ধন ভাঙ্গার মিশন হিসাবে কাজ করছে এই কমিশন। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতীশীল করার জন্য গভীর ষড়যন্ত্র নারী কমিশনেরে এই প্রতিবেদন। কমিশনের এই প্রতিবেদন অত্যান্ত নিম্নমানের ও কুরুচিপূর্ন। এটির কোন নৈতিক ভিত্তি নেই । দ্রুততম সময়ের মধ্যে এই কমিশন বাতিল করতে হবে। এই কমিশনের প্রতিবেদনের মাধ্যমে সরকার আর জনগণকে মুখোমুখি দাঁড় করানোর হয়েছে।

প্রতিকেদনটি এসজিওদের বিকৃত চিন্তার প্রতিফলন। নারীদের বাজারের পন্য বানানোর জন্য প্রমোটেট করা হচ্ছে। তাদের কর্মসংস্থানের কথা বলে পতিতাবৃত্তির দিকে সু-কৌমলে ঠেলে দেওয়া হচ্ছে। নারীদের জন্য শুধু কর্মসংস্থান নয় নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

আজ বুধবার ৭ মে জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আয়োজিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বিতর্ক ও পর্যালোচনা শীর্ষক গোলটেবিল বৈঠকে সামগ্রিক বিষয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি ওয়ান ইনিশিয়েটিভ এর পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল মান্নানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চেয়ারম্যান, ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব।

ঢাকা মহনগর জামায়াত ইসলামের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নারী কমিশন মুকৌশলে নাগরিকদের মধ্যে বৈষ্যম্য সৃষ্টি করেছে। ২৪ শে জুলাই বিল্পব যে লক্ষ্য নিয়ে গোটা দেশে ঐক্যবন্ধ হয়েছিল কেমিশনের এই প্রতিবেদন ব্যাহত করেছে। এই কমিশন বাথিল করে ইসলামী স্কলার ও অন্যন্য ধর্মীয় বিশেষজ্ঞদের নিয়ে নতুন কমিশন গঠন করতে হবে।

আলোচনায় আইপাস বাংলাদেশ,হেলথ সিস্টেমের সাবেক সিনিয়র এডভাইজর ডাঃ শামিলা নাহার বলেন, নারী অধিকারের জন্য যে বিষয়গুলো আসা দরকার সেই বিষয়গুলো নারী বিষয়ক কমিশনের প্রতিবেদনে আসেনি। সেগুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরার জন্য কমিশনের প্রত আহবান করেন।

এডভোকেট সাবিকুল নাহার মুন্নি বলেন,নারী কমিশন বার বার সমতার কথা বললেও তাদের প্রতিবেদনে সমতার নেশ মাত্র নেই। এই প্রতিবেদনে ধর্মকে ছোট করার চেস্টা করা হয়েছে। এছাড়া প্রতিবেদনটি স্ব বিরোধ। ১৯৭১সালে মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী নারীদের বীরত্ব গাঁথা কথা পাঠ্যবইয়ে সংযুক্ত করার কথা বলা হলেও ২৪শের জুলাই বিল্পবী নারীদের বীরত্ব গাঁথা স্মৃতি পাঠ্যবইয়ে সংযুক্ত করার বিষয়ে কিছুই বলা হয়নি।

এছাড়া অনুষ্ঠানে আরও আলোচনা করেন, সিটি ইউনিভার্সিটির ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন,অধ্যাপক ড. জুলফিকার হাসান , বাংলাদেশ জামায়াতে ইসলামী,সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ,এডভোকেট ইকতেদার আহমেদ, সাবেক রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি, ড. ফেরদৌস আরা খানম,হেলথ সিস্টেম, আইপাস বাংলাদেশের সাবেক সিনিয়র এডভাইজর ডাঃ শামিলা নাহার,
আরোও আলোচনা করেন, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি,অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদসাবেক ফ্যাকাল্টি মেম্বার, মানারাত ইন্টা, ইউনিভার্সিটি, প্রফেসর ড শামীমা তাসনীম, সভানেত্রী, সম্মিলিত নারী প্রয়াস,আরিফুর রহমান অপু, সহকারী অধ্যাপক, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিষ্টেম, ঢাবি
ডা: শাহীন আরা আনোয়ারী, সহযোগী অধ্যাপক, গাইনি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ড. খলিলুর রহমান মাদানী, মহাসচিব বাংলাদেশ মসজিদ মিশন, অধ্যাপক ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক,বিভাগীয় প্রধান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ,খতীব, মাসজিদুল জুমা কমপ্লেক্স, মাহসীনা মামতাজ মারিয়া,সহকারী সেক্রেটারি, সম্মিলিত নারী প্রয়াস,অধ্যাপক ড. মোঃ ফখরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল, এভ্যারোজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল ন্যানোম্যাটেরিয়ালস এবং সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
লে. কর্নেল (অব:) মোঃ হাসিনুর রহমান,বীর প্রতীক, বাংলাদেশ সেনাবাহিনী। অধ্যাপক ড. কাজী মোঃ বরকত আলী, ভূগোল ও পরিবেশ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,অধ্যাপক ড. মো: মিজানুর রহমান,আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
themesba-lates1749691102
error: Content is protected !!