থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচির তিন্দু ইউনিয়নের দুর্গম সীমান্ত এলাকায় এক খেয়াং সম্প্রদায়ের নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকাল অনুমানিক ৪টা সময় উপজেলা তিন্দু ইউনিয়নের দুর্গম সীমান্ত এলাকায় থেকে এক পাহাড়ী নারী লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
সূত্রে জানা গেছে, গতকাল রোববার উপজেলার তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুংখয় পাড়ার থেকে চিংমা খেয়াং নামে এক নারী সকালে জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে যায়। পরবর্তীতে দুপুর পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পাড়ার লোকজন তাকে খুঁজেতে জঙ্গলে গেলে। পাহাড়ে খোঁজা খুঁজি একপর্যায়ে জঙ্গলের মধ্যে তাঁর লাশ পাওয়া যায়।
ঘটনার এলাকা উপজেলা সদর হতে প্রায় ৪০ কিলোমিটার দুরত্ব ও নেটওয়ার্ক বিহীন হওয়ায় মৃত্যুর কারণ ও বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তবে বিশেষ সূত্রে জানা যায় লাশের গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।
মৃত নারী তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুংখয় পাড়া বাসিন্দা সুমন খেয়াং এর স্ত্রী চিংমা খেয়াং (২৮) বলে জানা গেছে।
এই নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, তিন্দুর এলাকায় পাহাড়ি এক নারীর লাশ পাওয়া গেছে বলে জানতে পারছি। দুর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়ায় বিস্তারিত তথ্য এখনো জানা সম্ভব হয়নি। এই নিয়ে তদন্ত চলছে পরবর্তীতে জানা যাবে।
আরো পড়ুন→আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র্যালি