গাজায় ইজরাইলি আগ্রাসনসহ ফিলিস্তিনে চলমান সকল যুদ্ধ বন্ধের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনা করে নতুনধারা বাংলাদেশ (এনডিবি) বান্দরবান জেলা শাখা।
আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বান্দরবানের বালাঘাটা মহিলা কলেজের সামনে এই কর্মসূচি আয়জন করে নতুনধারা বাংলাদেশ (এনডিবি) বান্দরবান জেলা শাখা।
এসময় প্রেসিডিয়াম মেম্বার ও চট্টগ্রাম বিভাগীয় এনডিবির সমন্বয়ক কাজী মুন্নি আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) এর চেয়ারম্যান মোমিন মেহেদী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি) এর সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, বান্দরবান শাখা এনডিবির আহবায়ক জাহিদুল আলম, রিনা বেগম প্রমুখ। কর্মসূচিতে এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নির্মমতা রোধ করতে সারা বিশ্বে সোচ্চার হতে হবে সকল স্তরের মানুষকে।
তিনি আরো বলেন দল-মত-ধর্ম নয়, মানবিক বিবেচনায় এই যুদ্ধ বন্ধের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নতুনধারা বাংলদেশে এর পক্ষ থেকে আহবান জানাচ্ছি।
এসময় নিরহ ফিলিস্তিনিদের উপর ইজরাইলের গণহত্যা,অন্যায় অত্যাচার বন্ধের দাবি তুলে ধরেন এবং গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবি জানান।
আরো পড়ুন→থানচিতে গণসংহতি আন্দোলন প্রথম কমিটি গঠন