নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ রামু উপজেলা কচ্ছপিয়ার ছোট জামছড়ি বালুবাসা আদর্শ দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষাথীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল ৬ এপ্রিল, রবিবার, সকাল ১১ টায়, মাদ্রাসা হলরুমে,মাদ্রাসা পারিচালক ও সাবেক মেম্বার হারু মিয়া, ও পরিচালনা কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুবাইরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দাখিল পরীক্ষাথীদের বিদায় ও দোয়া মাহফিল।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধন বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার আব্দুল মালেক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শফিউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেলিম উদ্দীন কুতুবী, ফইজুল মাদ্রাসার শিক্ষক জহির উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল,অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক ও নাইক্ষ্যংছড়ি শৈল শক্তি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক জাকের হোসাইন, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও সিরাজুল হক,সমাজ সেবক মো: ইউনুছ, আব্দুল হামিদ,সাবেক শিক্ষক বাহাদুর ও সাঈদী – সহ অভিভাবক, সকল শিক্ষক – শিক্ষার্থী ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিরা সব শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন। বক্তরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,অতীতের ন্যায় ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে, তখনই শিক্ষকদের পরিশ্রম ও মা-বাবার পরিশ্রম সফল হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য বৃন্দ বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
আরো পড়ুন→বান্দরবানে হতে যাচ্ছে হিল ম্যারাথন ২০২৫।