নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রথমবারের মতো সকল ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অফিস মাঠে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ করেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আব্দুল্লাহ সিকদার উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে প্রথমবারের মতো তৃণমূলে কর্মরত ভাতা ভোগী হিল ভিডিপি,ইউনিয়ন ভিডিপি দলনেতা- দলনেত্রী, উপজেলা কোম্পানী কমান্ডার ও ইউনিয়ন আনসার কমান্ডারদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী দেয়া হয়েছে।এর মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলায় মোট ৭২ জনের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।