মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে রাজধানীর কেরানীগঞ্জ থেকে মিরপুর মডেল থানা-২ পুলিশ এর হাতে গ্রেফতার হন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলাপরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস।
বুধবার (২৬ মার্চ) সকালে করা নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে আসা হয় বান্দরবানে। প্রথমে তাকে বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্যে নিয়ে যাওয়া হয় তাকে। সাস্থ্য পরীক্ষা শেষে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরা এর আদালতে উপস্থিত করা হলে । আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান জেলা আব্দুল করিম (ক্রাইম এন্ড অপস) জানান, “ঢাকায় লক্ষ্মীপদ দাস এর গ্রেফতারের খবর পেয়ে বান্দরবান থেকে ফোর্স পাঠিয়ে তাকে বান্দরবান নিয়ে আসা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার ৫টি মামলায় এজাহারভূক্ত আসামী লক্ষীপদ দাস। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে দায়ের কৃত মামলার তদন্ত অব্যহত রয়েছে”।
জানাযায়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তে নেমেছে গ্রেফতারের পর তাকে প্রথমে দূর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে নিয়ে যাওয়া হয়।
আরো পড়ুন→বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুলিশের হাতে আটক