রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমায় ইউএনডিপির উদ্যোগে পানি দিবস ২০২৫ পালিত হয়েছে। আজ (শনিবার) সকালে রুমা উপজেলার বম কমিউনিটি হলে ইউএনডিপির করলিয়া (CoRLIA) প্রকল্পের আওতায় একটি র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। উক্ত প্রকল্পের রুমা উপজেলা কমিউনিটি ফ্যাসিলিটেটর জেমস বম পানি দিবসের অনুষ্ঠান পরিচালনা করেন।
বিশ্ব পানি দিবস ২০২৫ এর প্রতিপাদ্য “হিমবাহ সংরক্ষণ”৷ হিমবাহকে বলা হয়ে থাকে পৃথিবীর মিঠাপানির ভান্ডার, পৃথিবীর উষ্ণায়নের ফলে হিমবাহ গলে যাচ্ছে, এ হিমবাহ গলে গেলে পৃথিবী হারাবে প্রায় ৭০ ভাগ মিঠাপানির ভান্ডার, যার ফলে বিশ্বজুড়ে পানি সংকট তীব্রতর হবে, বিপন্ন হবে মানুষ সহ বিভিন্ন প্রজাতির জীবন। পানি দিবসের আলোচনা সভায় এসব বিষয়ে আলোকপাত করা হয়, এছাড়াও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও বিশ্ব পানি দিবস পালনের তাৎপর্য, পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পানির উৎস সংরক্ষণের গুরুত্ব ইত্যাদি বিষয় আলোচনা করা হয়।
বিশ্ব পানি দিবস ২০২৫ এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, পাড়া প্রধান, মহিলা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।