বাবা মা দু’জন বেঁচে নেই
————–★★★———–
সোহেল আহমদ রানা
এতিম হলে অনাথ হলে
কেউ খোঁজ রাখেনা
দুঃখী ছাড়া দুঃখীর দুঃখ
সমাজে কেউ বুঝেনা।
বাবার আদর মায়ের স্নেহ
দু’ই রত্ন হারিয়ে যায়
অপারে যেন শান্তি মুক্তিটা
দয়াময় যেন তারা পায়।
যেভাবে বাবা মা মোদের
পৃথিবীতে আদর করে
দয়াময় অপারে তোমার দয়া
জান্নাতে শান্তিতে রাখো।
বাবা মা অমূল্য রতন
যাদের নাই তারা বুঝে
বাবা মায়ের স্মৃতি কবরে
আঁকড়ে শান্তি খোঁজে।
বাবা মা যার বেঁচে নাই
শিশুরা বুঝে বেঁচে থাকা
জীবন যুদ্ধ কতটা কঠিন
ঝড় তুফান বুকটা ফাঁকা।
————★★★————