1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  3. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  4. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বান্দরবান জেলায় সেনাবাহিনীর এক মিনিটের ঈদ বাজার - paharkantho
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাইক্ষ্যংছড়িতে সবজি ব্যাবসায়ীর লাশ মিললো খালে। নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ঘুমধুমে যুব সমাজের উদ্যোগে রাস্তা মেরামত ঘুমধুম খাল থেকে অজ্ঞাত যুবকের পঁচনধরা মরদেহ উদ্ধার বান্দরবানের থানচি-রুমা পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার রুমায় কৃষকের বসত বাড়িতে আগুন, সব পুড়ে ছাই বান্দরবানে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা আটক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবকদল সদস্যসচিব আশরাফুল ফরহাদ-কে অব্যহতি সেনাবাহিনীর সহায়তায় ২ বছর পর ঘরে ফিরল বম পরিবার থানচিতে খেয়াং নারীর মৃত্যুকে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবান জেলায় সেনাবাহিনীর এক মিনিটের ঈদ বাজার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৭১০ জন নিউজটি পড়েছেন

জেলা সদর ও আলীকদমে উপজেলায় বর্তমান করোনা ভাইরাস সংকটময় সময়ে কর্মহীন অসহায় দরিদ্র সকল ধর্মের মানুষদের মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দেন। ইতোমধ্যে ১মিনিটের বাজার আয়োজন করে চাল সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে তুলে দেন সেনাবাহিনী।

আজ শুক্রবার (২২ মে )বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক বান্দরবান জেলা স্টেডিয়ামে এবং আলীকদম সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর মাঠে, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান এর নির্দেশে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের ঈদের আনন্দ ভাগাভাগি করবার জন্য এক মিনিটের ঈদ বাজার আয়োজন করা হয়।

এই বাজার উদ্বোধন করেন,সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শাহিদুল এমরান, এএফডব্লিউসি, পিএসসি এবং উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি, বিএসপি, পিএসসি। এছাড়াও আলীকদমে উদ্বোধন করেন আলীকদম সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীম, পিএসসি। এ সময়ে অারো অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় সেনা কর্মকর্তাগণ জানান আমরা বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় দরিদ্র সকল ধর্মের মানুষদের মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দেবার চেষ্টা করে যাচ্ছি। আজকের এই এক মিনিটের ঈদ বাজারে উপহার নিতে এসে এসকল মানুষ জন ঈদের বাজার করার পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের আনন্দটা উপভোগ করতে পারছে অার এ সব কিছুই দেয়া হচ্ছে বিনামূল্যে।

এই এক মিনিটের ঈদ বাজার কার্যক্রমের মাধ্যমে সুশৃঙ্খলভাবে কিভাবে সামাজিক দুরত্ব নিশ্চিত করা সম্ভব,তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। আর এসকল ঈদ উপহার সামগ্রী ও খাদ্য দ্রব্য কোন ত্রাণ নয় বরং এটি একটি সেবা” অথবা উপহার হিসেবেও গ্রহণ করতে পারেন।

বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে আরো জানানো হয় যে, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনের পাশাপাশি তাদের এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

প্রসঙ্গতঃ করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক গত ২৫ মার্চ ২০২০ হতে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক নিরলস ভাবে পরিশ্রম করো যাচ্ছে। তারই প্রেক্ষিতে বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক প্রতিদিন বিভিন্ন ভাবে অসহায়, দুস্থ জনগনকে সাহায্য সহযোগীতা করে আসছে এবং সেনা জোন গুলো হতে বিভিন্ন এলাকায় করোনা মোকাবেলায় মেডিকেল সাপোর্ট এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধির করার লক্ষে বিভিন্ন প্রচারণা, লিফলেট, মাইকিং, চেকপোস্টে সতর্কতা, ডিসইনফ্যাকশন সিস্টেম ব্যবস্থা চালু রেখেছে।

চট্টগ্রাম এবং রাঙ্গামাটির পর এবার বান্দরবানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের এক মিনিটের ঈদ বাজার’ নামে (২য় বারের মত) ভিন্নধর্মী সেবার আয়োজন করলো সেনাবাহিনী।

এ সময় সেনা কর্মকর্তারা জানান মূলতঃ তিনটি উদ্দেশ্য নিয়ে এই এক মিনিটের বাজার নামের সেবার আয়োজন করেছেন তারা। প্রথমতঃ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আনন্দ ভাগাভাগি করে ঈদ পালন করবে। দ্বিতীয়তঃ অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষ যারা বাজার করতে পারছেন না তারা এই এক মিনিটের বাজার হতে বিনামূল্যে দ্রব্যসামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন এবং তৃতীয়তঃ এই এক মিনিটের বাজার কার্যক্রমের মাধ্যমে সুশৃঙ্খলভাবে কিভাবে সামাজিক দুরত্ব নিশ্চিত করা সম্ভব তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা সম্ভব হচ্ছে।

সেনা কর্মকর্তারা আরো জানান যে, “এলাকার অসহায়, দুঃস্থ ও নিন্ম আয়ের মানুষদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে এই সব খাদ্য দ্রব্য ও ঈদের জামা কাপড় বিতরণ করা হয়েছে। এটি কোন ত্রাণ নয় বরং এটি একটি সেবা”।

বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে জানানো হয় যে, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনের পাশাপাশি তাদের এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a