নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় আরও ৬ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে । এনিয়ে উপজেলায় করোনা রোগী হলো ১০ জন।
রোববার ( ৩ মে) রাত ১১ টার দিকে মোহনগঞ্জ হাসপাতালের আর এম ও ডাঃ সুবীর সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মোহনগঞ্জ উপজেলা হাসপাতাল থেকে পাঠানো স্যাম্পল হতে ময়মনসিংহ থেকে ৬ জনের করোনা আক্রান্তের রির্পোট রাতে এসেছে। তারা হল ৩ নং তেথুলিয়া ইউনিয়নের জৈনপুরের ২ জন। ১, লিটন কর -২২( পিতা বদু কর) ২, সবিতা ৩৫ ( স্বামী মতিন্দ্র দত্ত). ৩, আজিজুল ২২ ( পিতা মালেক মিয়া) সাং পশুখালী। ৪ নং মাঘান সিয়াধার ইউনিয়নের দাসপাড়ার ৪, সুমন ২৫ ( পিতা নুরু জ্জামান)। ১ নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বাহাম গ্রামের ৫, রফিকুল ইসলাম ৪৫( পিতা মৃত ইউসুফ আলী)। ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের বড়কুট গ্রামের ৬, সালমা আক্তার ৩২ ( স্বামী ইসলাম উদ্দিন) ।